রাজধানীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
![রাজধানীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/dmc-labour-death-20240420123851.jpg)
ফাইল ছবি
রাজধানীর গোলাপশাহ মাজার সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ নেওয়াজ জানান, খবর পেয়ে গোলাপ শাহ মাজারের পাশের ফুটপাত থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।
কাজী আল আমিন/এসআইটি/এমএস