প্রাণিসম্পদ প্রদর্শনীতে ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২০ এপ্রিল ২০২৪
প্রাণিসম্পদ প্রদর্শনীতে সাদিক অ্যাগ্রোর স্টলে ব্রাহামা জাতের গরু দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে সাদিক অ্যাগ্রোর স্টলে ব্রাহামা জাতের গরু ঘুরে দেখেছেন। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সাদিক অ্যাগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন।

প্রধানমন্ত্রীর কাছে প্রতিষ্ঠানটির নানান অগ্রগতির কথা তুলে ধরেন ইমরান হোসেন। পাশাপাশি দেশে মাংসের উৎপাদন বাড়াতে ব্রাহামার মতো উন্নত জাত আনতে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন। প্রধানমন্ত্রী সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

এর আগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ ইমরান হোসেনকে কাউবয় আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে এখানে একজন কাউবয় এসেছেন। মোহাম্মদ ইমরান হোসেন, যিনি বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার এই পোশাক-পরিচ্ছদ ও শিক্ষাদীক্ষা দেখে আমাদের যুব সমাজ ডেইরি খাতে আসতে উৎসাহিত হবে। গরু পালনে যে শুধু রাখাল লাঠি নিয়ে যাবে তা নয়, সেখানে কিন্তু শিক্ষিত মানুষ, এ ধরনের আধুনিক পোশাক-পরিচ্ছদ পরে খামার চালাতে পারবে। এই উৎসাহটা দরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তর ১৮ থেকে ২২ এপ্রিল দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করেছে। প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে গত বৃহস্পতিবার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী পুরাতন বাণিজ্যমেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর তিনি প্রদর্শনী ঘুরে দেখেন।

এনএইচ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।