চট্টগ্রামে র‌্যাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২১ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে র‌্যাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নগরীর পাহাড়তলী থানার এ-ব্লক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, মো. শফি (৫৮), মো. আবুল কালাম আজাদ (৫৪), মো. রাশেদ (৩২) এবং মো. শাকিল (২৮)। রোববার (২১ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, নগরীর পাহাড়তলী এলাকায়মো. শফি তার অন্যান্য সহযোগীদের নিয়ে পাহাড়তলী থানার এ-ব্লক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিভিন্ন বাস, টেম্পু ও সিএনজি অটোরিকশা চালকদের গাড়ি দাঁড় করিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করতেন। র‌্যাবের নাম ভাঙিয়ে তারা চাঁদা দাবি করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মূলহোতা শফিসহ চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

এমডিআইএইচ/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।