শিশুকে গলা টিপে হত্যা, ১৪ বছর পর আসামি ধরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২২ এপ্রিল ২০২৪

১৪ বছর পর গ্রেফতার হলেন শিশু হত্যা মামলার আসামি ইকবাল হোসেন বিপ্লব ওরফে কাজী ইকবাল হোসেন (৪৯)।

শনিবার রাতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার বিপ্লব চট্টগ্রামের মীরসরাই থানাধীন মধ্যম মলাদিঘী গ্রামের ফজলুর রহমান ওরফে হরমুজ মিয়ার ছেলে।

রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ জানায়, বিপ্লব চট্টগ্রাম মহানগরীর বড়পুল এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৪ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন।

র‌্যাব জানায়, ২০১০ সালের নভেম্বরে মীরসরাইয়ের মধ্যম মলাদিঘী এলাকায় ইকবাল হোসেন বিল্পব এবং তার অন্যান্য সহযোগীরা চার বছরের শিশু ওয়াসমিকে গলাটিপে হত্যার পর মরদেহ গুম করে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বিপ্লবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এমডিআইএইচ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।