তীব্র তাপপ্রবাহ

রাজধানীর বিভিন্ন পয়েন্টে খাবার পানি সরবরাহ করবে ঢাকা ওয়াসা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩১ এএম, ২২ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

তীব্র তাপপ্রবাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে খাবার পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা। সোমবার (২২ এপ্রিল) ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী বদরুল আলম জাগো নিউজকে এ তথ্য জানান।

এর আগে গতকাল রোববার (২১ এপ্রিল) ওয়াসার ওয়েবসাইটে এক নোটিশে বলা হয়, বর্তমানে সারা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহমান তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকির বা শরীরে পানি শূন্যতার আশঙ্কা দেখা দিয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকা মহানগরীর জনবহুল পয়েন্টে খাবার পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে ঢাকা ওয়াসা।সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পানি সরবরাহ কার্যক্রম চলবে।

বদরুল আলম বলেন, রমজানে যেভাবে নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণভাবে পানি দেওয়া হয়, এখন ঠিক সেভাবে বিনামূল্যে পানি বিতরণ করা হচ্ছে। ওয়াসার এমন সেবায় নাগরিকেরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এমএমএ/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।