ওয়াসার পাম্পে কয়েক ফোটা পানিতে মশার শতশত লার্ভা দেখালেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২২ এপ্রিল ২০২৪

মিরপুরের রুপনগর ২৩ নম্বর রোডে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির মাসব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযানের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সোমবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাশের একটি পার্কে এডিস মশা নিয়ন্ত্রণে বর্জ্য পদার্থ সংগ্রহ বুথ পরিদর্শন করেন মেয়রসহ কীটতত্ত্ববিদরা। যেসব পরিত্যক্ত দ্রব্যাদিতে এডিসের লার্ভা জন্মায় তা ঘুরে ঘুরে দেখছিলেন তারা।

এসময় সিটি করপোরেশনের এক কর্মকর্তা মেয়রকে জানান, এ পার্কের ভেতরে থাকা ঢাকা ওয়াসার রুপনগর-৪ পানির পাম্পের (মডস জোন-৪) সীমানার ভেতর পরিত্যক্ত পলিথিনে এডিস মশার লার্ভা রয়েছে। এ কথা শুনেই দ্রুত সেখানে যান মেয়র।

এসময় মেয়র আতিকুল লার্ভাগুলো সাংবাদিকদের দেখান। দেখা যায়, একটি পুরোনো পলিথিনে ৫০ গ্রামের কম পরিমাণের পানিতে শত শত লার্ভা জন্মেছে। পানির ভেতর লার্ভাগুলো নড়ছে। তবে পার্কে ওয়াসার সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

তখন ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা যে জায়গাটায় আসছি এটি হচ্ছে ঢাকা ওয়াসার জায়গা। এখানে একটা ছোট পলিথিন পড়ে আছে। এর ভেতরেই এডিস মশার লার্ভা জন্মেছে। তাই আমরা ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির মাসব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেছি এ ধরনের পরিত্যক্ত পলিথিন আমাদের দিলে বিনিময়ে টাকা দেব আমরা।’

তিনি বলেন, আমাদের ঘোষণা অনুযায়ী পরিত্যক্ত চিপসের প্যাকেট বা সমজাতীয় প্যাকেট (১০০টি) ১০০ টাকা, আইসক্রিমের কাপ, ডিসপোজেবলব গ্লাস বা কাপ (১০০টি) ১০০ টাকা, অব্যবহৃত পলিথিন (প্রতি কেজি) ৫০ টাকা, ডাবের খোসা (প্রতিটি) ২ টাকা, মাটি বা প্লাস্টিক, মেলামাই বা সিরামিক ইত্যাদির পাত্র (প্রতিটি) ৩ টাকা, পরিত্যক্ত টায়ার (প্রতিটি) ৫০ টাকা, পরিত্যক্ত কমোড বা বেসিন (প্রতিটি) ১০০ টাকা, অন্যান্য পরিত্যক্ত প্লাস্টিকের দ্রব্যাদি (প্রতি কেজি) ১০ টাকায় কেনা হবে। এ জন্য আমাদের ২৫ লাখ টাকা বাজেট রেখেছি। তারপরও যদি আমাদের আরও বাজেট লাগে বোর্ড সভা করে আমরা তা করাবো।

এর আগে ওই উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, আগামী ২৭ তারিখ থেকে যার বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাবে সঙ্গে সঙ্গেই মামলা-জরিমানা করা হবে। সরকারি অফিস ও সিটি করপোরেশনের অফিসও ছাড় পাবে না। টাকার পরিমাণ আগের চেয়ে আরও বাড়বে। আমাদের কেউ বাধ্য করবেন না।

এমএমএ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।