চট্টগ্রামে বজ্রপাতে আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৯ মে ২০২৪
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ির যুবক মুহাম্মদ সামশুল আলম (৩৫) বজ্রপাতে দ্বগ্ধ হওয়ার ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৯ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মুহাম্মদ সামশুল আলম ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের বাসিন্দা।

গত ৬ মে ভূজপুর থানার পাশে বজ্রপাতে দগ্ধ হন সামশুল। বজ্রপাতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, আজ রোববার বেলা ১১টার দিকে রাউজানের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমিতে বজ্রপাতে এক কৃষকের দুটি গরু মারা গেছে।

ক্ষতিগ্রস্ত শামসুল আলম জানান, সকালে ঘাস খাওয়ানোর জন্য গরু দুটিকে জমিতে বেঁধে আসেন তিনি। কিছুক্ষণ পর প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টি শুরু হলে গরু দুটি আনতে চেয়েও বজ্রপাতের কারণে বের হতে পারেননি। বৃষ্টি থামার পর সেখানে গিয়ে দেখেন গরুগুলো মারা গেছে।

এএজেড/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।