হাটহাজারীতে ৫ হাজার সেগুন গাছের গুঁড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২০ মে ২০২৪

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার রংগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ১০০ পিস সেগুন গাছের গুঁড়ি জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। রোববার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাঠের ডিপো থেকে এসব গাছের গুঁড়ি জব্দ করা হয়েছে। কিছু গাছের গুঁড়িতে মার্কিং নম্বর থাকলেও অধিকাংশ গুঁড়িতেই নম্বর নেই। সরকারি ক্রয়াদেশের বাইরে অধিকাংশ গাছের গুঁড়ির রাখার প্রমাণ পাওয়া যায়।

তিনি বলেন, এ সময় ঘটনাস্থলের আশপাশে ডিপোর মালিক বা শ্রমিক কাউকে না পাওয়ায় বনবিভাগকে গাছের গুঁড়িগুলো জব্দ করে নিয়মিত মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এএজেড/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।