আগস্টে ৩৮তম ফোবানা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২১ মে ২০২৪

শুরু হতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। যুক্তরাষ্ট্রের মিশিগানে ৩০ আগস্ট শুরু হবে এ সম্মেলন। চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এবার দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান আয়োজন করছে সম্মেলনটি।

মঙ্গলবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ফোবানার সাবেক চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড. রফিক খানের পক্ষে বেদারুল ইসলাম বাবলা বলেন, ৩৮তম ফোবানা সম্মেলন হবে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এ সম্মেলন হবে যুক্তরাষ্ট্রে মিশিগানের ডেট্রয়েট শহরে।

ফোবানা সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকা ও কানাডার বিভিন্ন শহরে উদযাপিত হয়। সম্মেলনে কনভেনরের দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মাহফুজ চৌধুরী এবং মেম্বার সেক্রেটারি হচ্ছেন খালেদ হোসেন। সম্মেলন সার্থক করতে এরই মধ্যে হিল্টন গার্ডেন হোটেল নির্ধারণ করা হয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ফোবানার মূল লক্ষ্য হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তার প্রচার-প্রসার করা। একই সঙ্গে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা। বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক এবং ব্যবসায়িক সেতুবন্ধ তৈরি করা। নতুন প্রজন্মের কাছে ফোবানা ইয়ুথ ক্লাবের মাধ্যমে বাংলা ভাষা, সংস্কৃতি, উচ্চশিক্ষার ব্যাপারে প্রেরণা দেওয়া।

বেদারুল ইসলাম বাবলা বলেন, আমরা প্রতি বছর বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বেশ কয়েকটি স্কলারশিপ দিয়ে থাকি নতুন প্রজন্মের শিক্ষাগত উন্নতির জন্য।

তিনি আরও বলেন, এ সম্মেলনে থাকবে বিশেষ সেমিনার ও আলোচনা সভা। যেখানে প্রবাসী বাংলাদেশিদের কাছে তুলে ধরা হবে- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাস।

সংবাদ সম্মেলনে ফোবানার শুভেচ্ছাদূত ড. সুবর্ণা নওয়াদীর, ফোবানার সাবেক চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার জাকারিয়া চৌধুরী, ফোবানার বাংলাদেশ লিয়াজু কমিটির কো-চেয়ারম্যান রিমন মাহফুজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এনএস/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।