আনোয়ারুল আজীম হত্যা

বাংলাদেশ-ভারতের সমন্বয়ে তদন্ত চলছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৩ মে ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের সমন্বয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তাধীন বিষয় হওয়ায় এখনই মন্তব্য করতে চাই না। তবে শিগগির সব জানতে পারবেন। সংসদ সদস্য আনোয়ারুল আজীমের হত্যার ঘটনায় বাংলাদেশ-ভারতের গোয়েন্দা, কলকাতা হাইকমিশন, পশ্চিমবঙ্গ পুলিশ সমন্বয় কাজ করছে।

ড. হাছান বলেন, নদীপথে পণ্য পরিবহন বাড়াতে পারলে অর্থনীতিতে ভূমিকা রাখবে।

এসময় অতিরিক্ত যাত্রী পরিবহন, অধিক মুনাফা লাভের ইচ্ছা, ফিটনেসবিহীন পরিবহন নৌ দুর্ঘটনার অন্যতম কারণ বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী।

এএএম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।