সবার অংশগ্রহণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৩ মে ২০২৪

মশা নিয়ন্ত্রণে সবার অংশগ্রহণ চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, জনগণের সম্পৃক্ততা ছাড়া বিশ্বে কেউ এককভাবে মশা নিয়ন্ত্রণ করতে পারেনি, পারবেও না। মশা সম্পর্কে প্রতিনিয়ত জনগণকে তথ্য দিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যত মন্ত্রণালয় আছে সবাই সমন্বয় করে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও মানুষের যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সমবায় মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সবাইকে জবাবদিহির আওতায় আনতে কাজ করছি।

সবার অংশগ্রহণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়: তাজুল ইসলাম

তিনি জানান, গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশের মাথাপিছু আয় অনেক বেড়েছে। বাংলাদেশ এখন ৩৩তম অর্থনীতির দেশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ অনেকে।

এএএম/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।