ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৫ এএম, ২৭ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় জেলা পুলিশ, নৌ পুলিশসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

রোববার (২৬ মে) রাতে পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট পুলিশ ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

jagonews24

আইজিপির সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় উপকূলীয় জেলাসমূহের পুলিশ সদস্যরা প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দুর্গত এলাকার জনসাধারণ বিশেষ করে বৃদ্ধ, নারী-শিশু এবং গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কার্যক্রম নিরলসভাবে অব্যাহত রেখেছেন।

এছাড়া, পুলিশ আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার সরবরাহ করাসহ দুর্যোগকবলিত মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সচেষ্ট রয়েছে।

টিটি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।