উপজেলা নির্বাচন

চন্দনাইশে চেয়ারম্যান প্রার্থীকে গ্রেফতারের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৫৪ এএম, ২৭ মে ২০২৪
পদ্মা ব্যাংকের ৮৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় আদালত কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন জসিম উদ্দিন

চট্টগ্রামে ঋণখেলাপির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এই নির্দেশ দেন।

অর্থঋণ আদালত চট্টগ্রামের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, পদ্মা ব্যাংকের ৮৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় ৩০ এপ্রিল আদালত জসিম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। কিন্তু ওই ব্যক্তি প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। জসিম উদ্দিন চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রকাশ্যে প্রচারণা চালালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না।

ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জসিমকে গ্রেফতারের নির্দেশ দেন।

আগামী ২৯ মে আনোয়ারা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আদালতের গ্রেফতারি পরোয়ানার পরও উপজেলা চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষণা নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিলো।

 এএজেড/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।