ঘূর্ণিঝড় রিমাল

চট্টগ্রামে দেওয়াল ধসে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৭ মে ২০২৪

চট্টগ্রামের বায়েজিদে দেওয়াল ধসে সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানা সংলগ্ন টেক্সটাইল আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নির্মাণাধীন ভবনের সীমানার প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে বলে বলে জানা গেছে।

চট্টগ্রামে দেওয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু

বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা কামরুজ্জামান জানান, সকাল ৮টার দিকে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে একজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এদিকে, ঘূর্ণিঝড় রিমালের কারণে বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বেশিরভাগ এলাকা ডুবে গেছে। সড়ক-অলিগলি, বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে নগরের চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, মুরাদপুর, বাদুড়তলা, শুলকবহর, মোহাম্মদপুর, কাপাসগোলা, আগ্রাবাদ, চাক্তাই-খাতুনগঞ্জ, কালারপোল, বড়পোল, হালিশহরসহ বিভিন্ন এলাকা। এসব এলাকায় বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে। বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ।

এমডিআইএইচ/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।