ঢাকাসহ সারাদেশে ঝড়-বৃষ্টি থাকবে মঙ্গলবারও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫ এএম, ২৮ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার ভোর থেকে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। এটি মঙ্গলবারও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। একই সঙ্গে মহাবিপৎসংকেত কমিয়ে ৩ নম্বরে আনা হয়েছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হলেও এর প্রভাব মঙ্গলবার রাত পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন

jagonews24

সোমবার রাতে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জাগো নিউজকে বলেন, ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করলেও এটি এখনো যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যার ফলে সারাদেশে ভারী ও অতিভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লাগাতার ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলীয় অঞ্চলে মঙ্গলবার রাত পর্যন্ত এর প্রভাব থাকবে। ঢাকায় মঙ্গলবার বিকেল পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে।

ঘূর্ণিঝড় রিমাল রোববার সন্ধ্যার পর উপকূল অতিক্রম করে রাতভর তাণ্ডব চালায়। এরপর সোমবার বেলা ১১টায় এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে রূপ নেয়। তবে রিমালের প্রভাবে সোমবার সারাদেশে ঝড়-বৃষ্টি হয়েছে। একই পরিস্থিতি রাজধানী ঢাকাতেও। টানা বৃষ্টিতে তলিয়ে যেতে দেখা গেছে ঢাকার বিভিন্ন এলাকার সড়কগুলো। দিনভর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরীর সব শ্রেণিপেশার মানুষ।

jagonews24

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তর তাদের সর্বশেষ পূর্ভাবাসে জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকের স্থলভাগে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে। এটি যশোর ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে।

আরএএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।