চার ঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে: ইসি সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৯ মে ২০২৪

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। ৮৭ উপজেলায় দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় গড়ে ভোট ২০ শতাংশের কম পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাহাংগীর আলম।

বুধবার (২৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা বিক্ষিপ্তভাবে ভোটের হার পেয়েছি। এতে দেখা গেছে, কোথাও ১৭, কোথাও ১৮ ও কোথাও ২০ শতাংশ ভোট পড়েছে। তবে সামগ্রিকভাবে ২০ শতাংশের কম ভোট পড়েছে। মোট ভোটকেন্দ্র ৭ হাজার ৪৫০। এর মধ্যে অর্ধেক তথ্য পেয়েছি।

এমওএস/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।