ঘূর্ণিঝড় রিমাল: বিদ্যুৎ ফিরে পেয়েছেন ৯০ শতাংশ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২৯ মে ২০২৪
বৃষ্টির পানি ঢুকে পড়ে হালিশহর বিদ্যুৎ অফিস ও সাব-স্টেশনে

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদেশে তিন কোটিরও বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এরমধ্যে ৯০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৯৩ শতাংশ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ৮৭ শতাংশ গ্রাহক বিদ্যুৎ সংযোগ ফিরে পেয়েছেন।

বুধবার (২৯ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির এলাকায় ঘূর্ণিঝড় পরবর্তী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহক ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ জন। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহক ৪ লাখ ৫৩ হাজার ৮১ জন।

আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আরইবি ২ কোটি ৮২ লাখ অর্থাৎ ৯৩ শতাংশ গ্রাহককে পুনরায় সংযোগ দিয়েছে। ওজোপাডিকো ৩ লাখ ৯৫ হাজার ৫৩১ জন অর্থাৎ ৮৭ শতাংশ গ্রাহককে এরই মধ্যে পুনরায় সংযোগ দিয়েছে। সবমিলিয়ে যা মোট বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রহকের ৯০ শতাংশ।

বুধবার রাত ১১টা নাগাদ বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রহকের ৯৫ শতাংশকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলেও জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এনএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।