দায়িত্ব নিলেন নতুন বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১১ জুন ২০২৪

নবনিযুক্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৬ মে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হাসান মাহমুদ খাঁনকে বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন

রাষ্ট্রপতির অনুমতিক্রমে প্রজ্ঞাপনে সই করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল করিম।

প্রজ্ঞাপনে বলা হয়, এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে ১১ জুন থেকে বিমানবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

টিটি/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।