এএসআই সোলায়মানের মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৬ জুন ২০২৪
এএসআই মো. সোলায়মান ব্যাপারী

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগে কর্মরত এএসআই মো. সোলায়মান ব্যাপারীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

রোববার (১৬ জুন) এক শোকবার্তায় ডিএমপি কমিশনার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এএসআই সোলায়মান ব্যাপারী গতকাল শনিবার দুপুর সোয়া একটার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোক পরবর্তী জটিলতায় ভুগছিলেন।

সোলায়মান ব্যাপারী ১৯৬৯ সালে চাঁদপুর জেলার সদর থানার বিষ্ণুদী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালের ১৬ জুনে বাংলাদেশ পুলিশে কনস্টবল পদে যোগদান করেন। ২০০৭ সালে এএসআই পদে পদোন্নতি পান। সর্বশেষ ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগে কর্মরত ছিলেন।

টিটি/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।