পদোন্নতি পাওয়া ১৫ অতিরিক্ত ডিআইজিকে পদায়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৩ জুন ২০২৪

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১৫ জনকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।

রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

২০২৩ সালের শেষের দিকে পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে পুলিশ সুপার পদ থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। তবে দীর্ঘদিন ধরে তাদের পোস্টিং দেওয়া হয়নি।

প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

যাদের পদায়ন করা হয়েছে তারা হলেন-

মো. আব্দুল ওয়ারীশকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, সরকার মোহাম্মদ কায়সারকে ঢাকায় অতিরিক্ত আইজির (এসবি) কার্যালয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, মুহাম্মদ আশরাফ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্মপুলিশ কমিশনার, এ. এইচ এম. আবদুর রকিবকে ঢাকায় অতিরিক্ত আইজির (এসবি) কার্যালয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, মোহাম্মদ আনিসুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যুগ্মপুলিশ কমিশনার, এ. বি. এম. মাসুদ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যুগ্মপুলিশ কমিশনার, মো. শহিদুল্লাহকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যুগ্মপুলিশ কমিশনার, মোহাম্মদ শরিফুর রহমানকে ময়মনসিংহে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, সুদিপ কুমার চক্রবর্তীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্মপুলিশ কমিশনার, প্রলয় কুমার জোয়ারদারকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, আসমা সিদ্দিকা মিলিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যুগ্মপুলিশ কমিশনার, আকবর আলী মুনসীকে গাজীপুর মহানগর পুলিশে উপপুলিশ কমিশনার, মো. ফেরদৌস আলী চৌধুরীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে উপপুলিশ কমিশনার, এবং মোহাম্মদ এহসান শাহকে সিলেট মহানগর পুলিশে উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

টিটি/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।