ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১০ জুলাই ২০২৪

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। বুধবার (১০ জুলাই) রেললাইন থেকে অবরোধ তুলে নেওয়ায় বিকেল ৫টা ২০ মিনিট থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।

বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালী আমতলী রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, শিক্ষার্থীরা রেললাইন থেকে অবরোধ তুলে নেওয়ায় বিকাল ৫টা ২০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। নির্বিঘ্নে ট্রেন চলাচল করতে পারছে।

এনএস/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।