চট্টগ্রামে দুই গ্রুপের গোলাগুলি, যুবক নিহত
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় দু’গ্রুপের গোলাগুলিতে তাহসান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তাহসান চান্দগাঁও থানার হাজীরপুল এলাকার মো. মুসার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে।’
চমেক হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যায় চান্দগাঁও থানার বাইন্নার পোল দক্ষিণ বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত যুবককে গুলি করে আহত করে। পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার ও সাজ্জাদ গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত তাহসান নামে ওই যুবক সরোয়ার গ্রুপের সমর্থক।
এএজেড/এমআরএম/এএসএম