স্বাধীনতার পর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যারা


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ১৭ মে ২০১৬

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুদায়িত্ব পালন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিবাদ, খুন, ডাকাতি, রাহাজানি, চুরিসহ যত ধরনের অপরাধ ঘটে তার দায়ভার চূড়ান্তভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরই বর্তায়। ফলে অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের পরিচয় নাগরিকদের অনেকে না জানলেও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম সবারই কমবেশি জানা থাকে।

এ পদটিতে যারা থাকেন তাদের কথাবার্তায় পান থেকে চুন খসলে সারাদেশে ব্যাপক আলোচিত ও সমালোচিত হন।

‘আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে’, ‘উই আর লুকিং ফর শক্রুজ’, ‘২৪ ঘণ্টার মধ্যে খুনিরা ধরা পড়বে’ ইত্যাদি কথা বলে বেশ কয়েকজন স্বরাষ্ট্রমন্ত্রীর বেকায়দায় পড়ার খবর কারো অজানা নয়।

Talikaস্বাধীনতার পর এ পর্যন্ত দেশে কতজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তা হয়তো অনেকেই জানেন না। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশের ৩১তম স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে আরো ৩০ জন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যার মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও রয়েছেন।

স্বাধীন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান ১৯৭১ সালের ১০ এপ্রিল থেকে ১১ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে দায়িত্বপালনকারী স্বরাষ্ট্র মন্ত্রীদের মধ্যে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত), মেজর জেনারেল জিয়াউর রহমান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত), লে. জে. হুসেইন মু. এরশাদ (সিএমএলএ) এর পাশাপাশি (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত), বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত), বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত), বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, প্রধান উপদেষ্টা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত), বিচারপতি লতিফুর রহমান, প্রধান উপদেষ্টা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত), লুৎফুজ্জামান বাবর, প্রতিমন্ত্রী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত), প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত), মেজর জেনারেল (অব.) এম এ মতিন (বীর প্রতীক) স্বরাষ্ট্র উপদেষ্টা ও শেখ হাসিনা, প্রধানমন্ত্রী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে আসাদুজ্জামান খান কামাল দায়িত্ব পালন করছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১ জানুয়ারি থেকে ওই বছরের ১২ এপ্রিল পর্যন্ত দায়িত্বে ছিলেন।

এমইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।