উপদেষ্টা মাহফুজ আলম

ছাত্র আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে হুমকি দিলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫
রামগঞ্জ উপজেলায় আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা মাহফুজ আলম

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহত এবং নিহতের পরিবারকে সামাজিকভাবে হয়রানি বা হুমকি দিলে তাদেরকে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে কয়েকটি ভুক্তভোগী পরিবার তাদেরকে বিভিন্ন মহল থেকে হুমকি ও হয়রানির বিষয়টি উপদেষ্টার সামনে তুলে ধরেন।

উপদেষ্টা বলেন, আহত-নিহতদের পরিবারকে যারা হুমকি দিচ্ছে তাদেরকে আমরা গ্রেফতারের ব্যবস্থা করব।আহতদের পুনর্বাসনের জন্য সরকার অনেকগুলো চিন্তা করছে। উদ্যোক্তা বা প্রশিক্ষণ বা অন্য কীভাবে তারা স্বাবলম্বী হতে পারে, কীভাবে পুনর্বাসন করা যায় সেটি নিয়ে কাজ চলছে। আশা করি আপনারা শিগগির সেটি দেখতে পারবেন।

তিনি বলেন, আহত এবং শহীদ পরিবার যারা আছেন, আমার পক্ষ থেকে আমি সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করব। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে গণঅভ্যুত্থান অধিদপ্তর হওয়ার পরে আহত-নিহতদের ভাতা, অর্থপ্রাপ্তি এবং সুযোগ-সুবিধা অধিদপ্তর থেকে দেওয়া হবে। আপনাদেরকে আমরা ভুলে যাইনি।আপনার আছেন বলেই আমরা আছি। আমরা চেষ্টা করেছি। হয়তোবা আমরা কিছু কিছু জায়গায় ব্যর্থ হয়েছি। আহতদের লাইফটাইম হেলথ কার্ড দেওয়ার ব্যবস্থা করব।

এই দিন উপদেষ্টা আহত ও নিহতদের পরিবারের কথা শোনেন। এ সময় পরিবারের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করা, এককালীন আর্থিক সহায়তা নিশ্চিত করা, শহীদদের কবর সংরক্ষণ করা, অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।

এর আগে একই স্থানে উপজেলার নেতৃস্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা। এলাকাবাসীর পক্ষ থেকে রামগঞ্জ উপজেলায় মিনি স্টেডিয়াম, রাস্তাঘাটের উন্নয়ন, পানির সরবরাহ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। উপদেষ্টা এলাকাবাসীর এসব দাবি পূরণের আশ্বাস দেন।

এনএস/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।