আজকের আলোচিত ছবি: ২২ সেপ্টেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদানে যাত্রার প্রাক্কালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ তাকে বিদায় জানান। ছবি: পিআইডি
-
পাকিস্তানের লাহোরে বাদশাহী মসজিদ পরিদর্শনকালে মসজিদ চত্বরে কবি আল্লামা ইকবালের কবর জিয়ারত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি: পিআইডি
-
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পাকিস্তানের লাহোরে বাদশাহী মসজিদ ও মসজিদ চত্বরে কবি আল্লামা ইকবালের কবর জিয়ারত শেষে পরিদর্শন বইয়ে সই করেন। ছবি: পিআইডি
-
রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘রিভাইভিং ঢাকা’স রিভার: পলিসি অপশন ফর সাসটেইনেবল ম্যানেজমেন্ট’ শীর্ষক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তৃতা করেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে ঢাকায় মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ছবি: পিআইডি
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজার আয়োজন খুবই ভালো। কোনো ধরনের সমস্যা নেই। ছবি: মোবাশ্বির শ্রাবণ
-
দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। টাঙ্গাইলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। একইসঙ্গে চলছে মণ্ডব সাজসজ্জার কাজ। গত বছরের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলায় সাড়ে ৯০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবারের পূজায়। ছবি: আব্দুল্লাহ আল নোমান