আজকের আলোচিত ছবি: ২৩ জানুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
আজ সন্ধ্যা ৬টায় মাঠে গড়িয়েছে বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল। যেখানে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। দুই দল এখন পর্যন্ত এই আসরে ৩ বার মুখোমুখি হয়েছে। ২ জয় নিয়ে এগিয়ে আছে চট্টগ্রাম। ছবি: সংগৃহীত
-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। আজ জুমার নামাজের পরে প্রচার-প্রচারণা চালান সংসদ সদস্য প্রার্থীদের কর্মী-সমর্থকরা। ছবি: জাগো নিউজ