তিন নেতার কবর জিয়ারতে শুরু এনসিপির নির্বাচনি যাত্রা
শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কাজী নজরুল ইসলাম এবং শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: মাহবুব আলম
-
দুপুর ১২টার দিকে তিন নেতার মাজারে শেরে বাংলা ও শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।
-
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবরে যান তারা। সেখানে কবর জিয়ারত ও দোয়া করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম শুরু করেন পার্টির শীর্ষ নেতারা।
-
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা-৮ এর প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েক শতাধিক নেতাকর্মী।
-
আজ মধ্যরাত থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে।
-
মধ্যরাত থেকে শুরু হলেও দুপুরের দিকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো জাতীয় নাগরিক পার্টি।