প্রাণ-এর নবান্ন উৎসব
বাংলার ঐতিহ্যে ঢাকায় প্রাণ-এর নবান্ন উৎসব চলছে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। এবারের অ্যালবামে থাকছে উৎসবের ছবি।
-
বাংলার নবান্নকে বরণ করতে রাজধানীতে চলছে ‘নবান্ন উৎসব’। উৎসবে আগত দর্শকদের একাংশ। ছবি : বিপ্লব দিক্ষৎ
-
নবান্ন উৎসবে মুগ্ধ হয়ে বানরের খেলা দেখছে শিশুরা। ছবি : বিপ্লব দিক্ষৎ
-
বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে দ্বিতীয় বারেরমতো বাঙালিয়ানায় সাজানো হয়েছে এই উৎসব ও মেলা। ছবি : বিপ্লব দিক্ষৎ
-
উৎসবে আগতরা বিভিন্ন ধরনের পিঠা দেখছেন। প্রাণ চিনিগুড়া-সুগন্ধি চালের আয়োজনে মেলা চলছে। ছবি : বিপ্লব দিক্ষৎ
-
সাপের খেলা দেখছে ছোট বড় সবাই মিলে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ উৎসব শেষ হবে শনিবার। ছবি : বিপ্লব দিক্ষৎ
-
নবান্ন উৎসবে নাটক মঞ্চস্থ করা হচ্ছে। তিনদিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। ছবি : বিপ্লব দিক্ষৎ
-
উৎসবের অন্যতম আর্কষণ সাংস্কৃতিক আয়োজন। এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জাগো নিউজ ও জাগো এফএম। ছবি : বিপ্লব দিক্ষৎ