সিনেমার বাইরেও আলোচনায় মাহি, ফ্যাশনেই বাজিমাত
বড় পর্দায় এখন আর নিয়মিত দেখা না গেলেও আলোচনার কেন্দ্রে ঠিকই জায়গা করে নিচ্ছেন মাহিয়া মাহি। অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে রাজনীতি থেকে ব্যক্তিজীবনের নানা বাঁক সবখানেই তিনি ছিলেন সংবাদের শিরোনামে। তবে এবার মাহি আলোচনায় এসেছেন একেবারেই ভিন্ন কারণে ‘ফ্যাশন লুক’। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা বেশ কয়েকটি স্টাইলিশ ছবি আবারও প্রমাণ করল, স্টাইল সেন্সের দিক থেকেও তিনি কম যান না। একজন ফ্যাশন-সচেতন নারী হিসেবে সময়ের সঙ্গে নিজেকে কীভাবে বদলে নিতে হয়, তা ভালোভাবেই জানেন মাহি। ফলে সিনেমার বাইরেও তিনি রয়ে গেছেন আলোচনায়, শুধু স্টাইল দিয়েই বাজিমাত করে।
-
ফ্যাশনের জগতে তার চলার ভঙ্গি, নিজের স্টাইল সেন্স সব কিছুতেই যেন ধরা পড়ে আত্মবিশ্বাস আর স্বকীয়তা।
-
প্রথম লুকে মাহিকে দেখা গেছে ড্রামাটিক এক ল্যাভেন্ডার গাউনে। নেকলাইনে গভীর কাট, সামনের দিকে কাঁধ থেকে গড়িয়ে পড়া রাফল আর পেছনে লম্বা ট্রেইন সব মিলিয়ে এই গাউনটি যেন ধরা দেয় ক্ল্যাসিক হলিউড গ্ল্যামারে।
-
মাহির ভঙ্গিমা, এক্সপ্রেশন, চোখে খেলা করা সফট আইশ্যাডো ও নিখুঁত আইলাইনার সব কিছু মিলিয়ে যেন রূপকথার রাজকন্যা।
-
ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে হালকা শিমার, আর ব্যাকব্রাশ করা খোলা চুল এই লুকে ছিলো মাধুর্যের ছোঁয়া। গয়নায় ছিল পুরোপুরি মিনিমালিজম শুধু কানে একটি সাদা স্টোনের স্টাড। সাদামাটা অথচ স্টাইলিশ এই লুকে মাহি যেন নিজের উপস্থিতি নতুনভাবে জানান দিলেন।
-
অন্য লুকে মাহিকে দেখা গেছে একেবারেই ভিন্ন আঙ্গিকে। তিনি পরেছেন একটি শিয়ার কালো শাড়ি যার পাড়জুড়ে চিকচিকে বিডসের কাজ এবং বডিতে নান্দনিক ফুলেল অ্যাপ্লিকে। এই সাজের সবচেয়ে আকর্ষণীয় দিক নিঃসন্দেহে তার মাল্টিকালার স্টোনে সাজানো স্টেটমেন্ট চোকারটি।
-
ফ্যাশনের ব্যতিক্রমী সাহস আর সৃজনশীলতার অনন্য মিশেল এই চোকারে যেন ফুটে উঠেছে মাহির ব্যক্তিত্ব। মুখে ছিল ন্যুড টোনের মেকআপ আর চুল বাঁধা হয়েছে একেবারে উপরে, এলিগ্যান্ট বানের মতো।
-
দুটি ভিন্নধর্মী লুকেই যেন একযোগে উঠে এসেছে মাহির আত্মবিশ্বাস, রুচি ও ফ্যাশন-সচেতনতা। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে উপস্থাপন করতে তিনি কতটা পারদর্শী, তা আবারও প্রমাণ করলেন এই সাবেক ঢালিউড কুইন।