জন্মদিনে দেখুন সুশান্তের জনপ্রিয় কিছু সিনেমা
আজ সুশান্ত সিং রাজপুতের জন্মদিন। এই দিনে তাকে স্মরণ করার সবচেয়ে সুন্দর উপায় হতে পারে তার অভিনীত কিছু সিনেমায় ফিরে যাওয়া, যেখানে তিনি কখনো স্বপ্নবাজ তরুণ, কখনো সংগ্রামী ক্রীড়াবিদ, আবার কখনো সমাজের প্রান্তে দাঁড়িয়ে থাকা এক বিদ্রোহী কণ্ঠ। অভিনয়ের বৈচিত্র্য আর চরিত্র বাছাইয়ের সাহসেই তিনি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। জন্মদিন উপলক্ষে দেখে নিতে পারেন তার জনপ্রিয় ও আলোচিত কিছু সিনেমা-
-
কাই পো চে: বন্ধুত্ব, স্বপ্ন আর সময়ের টানাপোড়েনে গড়া এই সিনেমায় সুশান্তের অভিনয় ছিল সংযত অথচ গভীর। বলিউডে তার শক্ত অবস্থান তৈরির শুরুটা হয় এখান থেকেই।
-
এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি: ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চরিত্রে সুশান্ত নিজেকে ভেঙে নতুন করে গড়েছিলেন। চরিত্রে ঢোকার প্রস্তুতি আর আবেগী অভিনয় সব মিলিয়ে এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ।
-
কেদারনাথ: প্রাকৃতিক বিপর্যয়ের পটভূমিতে নির্মিত এই প্রেমের গল্পে একজন সাধারণ কিন্তু সাহসী মানুষের চরিত্রে সুশান্ত দর্শকের হৃদয় ছুঁয়ে যান।
-
ছিছোরে: ব্যর্থতা, বন্ধুত্ব আর জীবনের মানে খোঁজার গল্পে এই সিনেমা তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে প্রাসঙ্গিক। সুশান্তের অভিনয় এখানে অনুপ্রেরণার ভাষা হয়ে ওঠে।
-
সোঞ্চিরিয়া: বাণিজ্যিক সাফল্যের বাইরে দাঁড়িয়ে থাকা এই সিনেমায় সুশান্তের অভিনয় ছিল সাহসী ও বাস্তবধর্মী। সমালোচকদের প্রশংসা পেলেও ছবিটি মূলত তার অভিনয় দক্ষতার প্রমাণ হয়ে আছে।
-
এই জন্মদিনে এসব সিনেমায় ফিরে তাকানো মানে শুধু একজন অভিনেতাকে দেখা নয়; একটি সময়, কিছু স্বপ্ন আর এক অসমাপ্ত যাত্রাকে নতুন করে অনুভব করা।