যেখানে গল্প থামে, সেখানেই শুরু হয় অপুর জীবনকথা

প্রকাশিত: ১১:২৬ এএম, ১১ অক্টোবর ২০২৫ আপডেট: ১১:২২ এএম, ২৯ অক্টোবর ২০২৫

চলচ্চিত্রের পর্দায় তিনি কখনো মিষ্টি হাসির নায়িকা, কখনো সংগ্রামী নারী, আবার কখনো মমতাময়ী মা। কিন্তু পর্দার বাইরে অপু বিশ্বাস একেবারেই অন্য এক মানুষ-নরম আলোয় মোড়া দৃঢ় বাস্তবতা। শোবিজের রঙিন জগতে যেখানে গল্পের শেষ মানেই নতুন নায়িকার আগমন, সেখানে অপুর গল্প শুরু হয় শেষের পরেও। অভিনয়ের প্রতি একাগ্রতা, জীবনের প্রতি শ্রদ্ধা আর নিজের প্রতি অবিচল বিশ্বাস-এই তিনেই তিনি গড়েছেন এক অনন্য পথচলা। বছরের পর বছর ধরে তিনি দেখিয়েছেন, নারী যদি স্থির থাকে নিজের আলোয়, তবে তাকে নিভিয়ে ফেলা যায় না। আজ তার জন্মদিনে সেই আলোয় ফিরে দেখা যাক এক জীবনের গল্প- যেখানে প্রতিটি অধ্যায় শুরু হয় এক নতুন অপুর জন্মে। ছবি: সোশ্যাল মিডিয়ার থেকে