সাফা কবিরের জনপ্রিয় ৫টি নাটক
বাংলাদেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রীদের একজন সাফা কবির। মিষ্টি হাসি, স্বাভাবিক অভিনয় আর সহজ-সরল উপস্থিতি তাকে এনে দিয়েছে বিশেষ ভালোবাসা। বিজ্ঞাপন থেকে নাটক-সব জায়গাতেই তিনি ভক্তদের মন জয় করেছেন। প্রায় এক দশকের অভিনয়জীবনে তিনি অসংখ্য কাজ করেছেন, যার মধ্যে কিছু নাটক এখনো দর্শকের মনে অম্লান হয়ে আছে। চলুন জেনে নেওয়া যাক সাফা কবিরের জনপ্রিয় পাঁচটি নাটকের নাম। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
ক্যাফেটেরিয়া: তরুণ প্রজন্মের ভালোবাসা, বন্ধুত্ব আর স্বপ্ন নিয়ে নির্মিত এই নাটকও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ক্যাফেটেরিয়াকে কেন্দ্র করে এগোনো কাহিনীতে সাফার প্রাণবন্ত অভিনয় ছিল দর্শকের কাছে বড় আকর্ষণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকটি ব্যাপক সাড়া ফেলে।
-
হ্যাপা: রোমান্টিক ঘরানার এই নাটকটি মুক্তির পরপরই ইউটিউবে ভাইরাল হয়। সাফা কবিরের প্রাণবন্ত অভিনয় দর্শকের প্রশংসা কুড়ায়। চরিত্রের সঙ্গে তার স্বাভাবিক মানিয়ে নেওয়ার ক্ষমতা নাটকটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।
-
বেড নং ৩: এই নাটকেই সাফা কবির প্রমাণ করেন, তিনি শুধু রোমান্টিক চরিত্রেই নয়, আবেগঘন ও গম্ভীর গল্পেও সমানভাবে পারদর্শী।
-
শেষ থেকে শুরু: রোমান্স ও আবেগের মিশেলে তৈরি এই গল্পে সাফা কবিরকে দেখা গেছে এক নতুন আঙ্গিকে। সহশিল্পীর সঙ্গে তার অভিনয়ের রসায়ন নাটকটিকে আরও প্রাণবন্ত করেছে। গল্পের গভীরতা আর আবেগঘন সংলাপ দর্শকের মনে রেখাপাত করে দীর্ঘদিন।
-
কাছে আসার গল্প: বিশেষ দিবসকেন্দ্রিক নাটক হিসেবে ‘কাছে আসার গল্প’ সিরিজে সাফা কবিরের অভিনয় দর্শককে বারবার মুগ্ধ করেছে। সরল অথচ বাস্তব জীবনের গল্পে তার উপস্থিতি নাটকগুলোকে দিয়েছে আলাদা আবেদন। তরুণ প্রজন্মের কাছে এই কাজগুলো আজও সমান জনপ্রিয়।