বিশেষ দিনে জানুন তাসনুভা তিশার গল্প
অভিনেত্রী তাসনুভা তিশার জন্মদিন আজ। চলুন এই বিশেষ দিনে ফিরে তাকাই তার পথচলা, শিল্পচর্চা ও তার পাঠ-যা তাকে শুধুই পরিচিত মুখ নয়, বরং একটি অনুভূতিপূর্ণ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ছবি: ফেসবুক থেকে
-
মডেলিং দিয়ে বিনোদন জগতে কাজ শুরু করেছিলেন তিশা, আর ধীরে ধীরে টিভি নাটকে পা রাখেন। প্রথম দিকে সহ-অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর থেকেই ধাপে ধাপে নিজেকে গড়ে তুলেছেন এই অভিনেত্রী।
-
তবে শুধু চরিত্র নয়, কাজ নির্বাচন নিয়েও তিনি সচেতন ও পরিকল্পনামাফিক।
-
তিশা শুধুই ধারাবাহিক-নাটকে সীমাবদ্ধ নন। পরবর্তীতে ডিজিটাল প্ল্যাটফর্মে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মেও কাজ শুরু করেন তিনি।
-
এর মধ্যেই দেখানো গেছে তার অভিনয় দক্ষতা: চরিত্রের আবেগ, পরিস্থিতির পরিবর্তন, দায়িত্ববোধ সবই ভরপুর।
-
এক সাক্ষাৎকারে তিশা বলেছেন, তিনি চান ‘পরিপূর্ণ শিল্পী’ হয়ে উঠতে।