অর্জুন রামপাল, বয়স থেমে যায় যার স্টাইলে
বলিউডে এমন অনেক মুখ আছে যাদের প্রথম দেখাতেই দর্শক থমকে যায়, অর্জুন রামপাল তাদেরই একজন। শুধু চেহারা নয়, তার উপস্থিতি, ব্যক্তিত্ব আর অভিনয়ের গভীরতা তাকে আলাদা জায়গায় দাঁড় করিয়েছে। আজ এই বহুমুখী অভিনেতার জন্মদিন। মডেল, অভিনেতা, প্রযোজক সব পরিচয়কে ছাপিয়ে অর্জুন রামপাল আজ বলিউডের এক স্বতন্ত্র নাম। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
অর্জুন রামপাল জন্মেছিলেন জবলপুরে, কিন্তু বেড়ে ওঠেন বিভিন্ন শহরে। স্কুল জীবন থেকেই তার ব্যক্তিত্বের ছাপ চোখে পড়ার মতো। বাবা ছিলেন আর্মি অফিসার, শৃঙ্খলা আর দৃঢ়তা তাই ছোটবেলা থেকেই জীবনযাপনের অংশ ছিল। আর মা ছিলেন শিক্ষক। পরিবারের এই পরিবেশ তাকে আত্মবিশ্বাসী করেছিল, তবে এক জায়গায় স্থায়ীভাবে থাকা হয়নি বলেই জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি হয় আরও বিস্তৃত।
-
মডেলিং জগতে পা রাখা মাত্রই অর্জুন রামপাল হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। তার বিশেষ আকর্ষণীয় চেহারা, উঁচু দেহকাঠামো আর আত্মবিশ্বাসী ভঙ্গি তাকে দ্রুতই ভারতের প্রথম সারির মডেলদের কাতারে নিয়ে আসে। প্রচুর ম্যাগাজিন কভার, বিজ্ঞাপন আর ফ্যাশন শো সব জায়গাতেই তিনি হয়ে ওঠেন স্টাইল আইকন।
-
মডেলিং জগতের এই সাফল্যই তার জীবনকে সিনেমার দিকে নিয়ে আসে।
-
অর্জুন রামপাল ২০০১ সালে ‘পেয়ার ইশক মোহাব্বত’ দিয়ে বলিউডে অভিষেক করেন। প্রথম ছবিতেই নজর কাড়লেও তাকে দৌড়াতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, প্রমাণ করতে হয়েছে যে তিনি শুধু সুন্দর চেহারা নয় তিনি একজন শক্তিশালী অভিনেতা।
-
এরপর ডন, রক অন!!, রাজনীতি, ওঙ্কার, দিল কা রিশতা, হাউসফুল, দাদারকমি, ইনকার, কাহানি ২ -প্রতিটি ছবিতেই তিনি দেখিয়েছেন ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে গড়ে তোলার দক্ষতা।
-
বিশেষ করে রক অন!! ছবিতে তার অভিনয় তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এতে প্রমাণ হয় হৃদয়ের গভীরতা আর অভিনয়শৈলী দিয়ে তিনি নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন।
-
শুধু অভিনয় নয়, অর্জুন রামপাল নিজেকে প্রযোজক হিসেবেও গড়ে তুলেছেন। তার প্রযোজনা সংস্থা থেকে তিনি তৈরি করেছেন কয়েকটি মানসম্মত চলচ্চিত্র। গল্প নির্বাচন থেকে পরিকল্পনা সব জায়গাতেই তার সিদ্ধান্তে ছিল বাস্তবতা আর সৃজনশীলতার মিশেল।
-
অর্জুন রামপালের ব্যক্তিগত জীবনও ছিল আলো-ছায়ায় ভরা। বহু বছর ধরে স্থায়ী সম্পর্ক, বিচ্ছেদ, আবার নতুন করে পথচলা সবকিছুই জীবনের মতোই বাস্তব। কিন্তু ভেঙে পড়ার বদলে তিনি বারবার নিজেকে নতুন করে গড়েছেন। সন্তানদের সঙ্গে তার সম্পর্ক, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে আরও মানবিক করে তোলে।
-
টেলিভিশনের বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক, অতিথি বা বিশেষ উপস্থিতি সব জায়গাতেই অর্জুন রামপাল দর্শকদের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার দক্ষতা দেখিয়েছেন। তার কথার ভঙ্গি, বুদ্ধিদীপ্ত মন্তব্য আর পরিশ্রুত উপস্থাপনা তাকে ছোটপর্দাতেও জনপ্রিয় করে তুলেছে।
-
অর্জুন রামপাল বয়সের সাথে সাথে আরও পরিণত, আরও আকর্ষণীয় হয়েছেন। বলিউডে তিনি ‘এভারগ্রিন স্টাইল আইকন’ হিসেবে প্রতিষ্ঠিত। তার চুলের স্টাইল, পোশাক, দাঁড়ি সবকিছুই তরুণদের অনুপ্রেরণা।
-
অর্জুন রামপাল শুধু একজন অভিনেতা নন; তিনি এক পরিপূর্ণ শিল্পী। সাহসী সিদ্ধান্ত, কঠোর পরিশ্রম আর নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শক্তি। বলিউডে তার পথচলা এখনো চলছে সমান সাফল্যে। তিনি অভিনয় করছেন, চরিত্র বেছে নিচ্ছেন, নিজের প্রতি প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন।