পার্শ্ব চরিত্রে থেকেও রিচার প্রধান হয়ে ওঠার গল্প
রিচা চাড্ডা বলিউডের সেই অভিনেত্রী, যিনি প্রমাণ করেছেন কেন্দ্রীয় চরিত্র না পেলেও অভিনয়ের জোরে কেন্দ্রবিন্দুতে উঠে আসা যায়। ক্যারিয়ারের শুরুতে ছোট ছোট পার্শ্ব চরিত্রে তার উপস্থিতি হয়তো সহজেই চোখ এড়িয়ে যেতে পারত, কিন্তু রিচা সেই সুযোগ দেননি। প্রতিটি চরিত্রে তিনি ঢেলে দিয়েছেন বাস্তবতার রুক্ষতা, আবেগের তীব্রতা আর নিজস্ব এক দৃঢ়তা। ফলে গল্পের নায়ক-নায়িকার ভিড়েও দর্শকের মনে স্থায়ী ছাপ রেখে গেছে তার অভিনয়। এই পথচলাই রিচা চাড্ডার, যেখানে পার্শ্ব চরিত্রই হয়ে ওঠে তার প্রধান পরিচয় আর অভিনয়ই তার সবচেয়ে শক্তিশালী ভাষা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
বলিউডে প্রচলিত সৌন্দর্যনির্ভর নায়িকাদের ভিড়ে রিচা চাড্ডা একটু আলাদা করে চোখে পড়ে। কারণ তিনি কখনোই কেবল নায়কোচিত গ্ল্যামারের প্রতিযোগিতায় নিজেকে আটকে রাখেননি; বরং সাহসী চরিত্র, বাস্তবধর্মী গল্প আর সামাজিক বার্তাবাহী সিনেমার মাধ্যমেই নিজের জায়গা তৈরি করেছেন।
-
১৯৮২ সালের এই দিনে জন্ম নেওয়া রিচা অভিনয়ের জগতে পা রাখেন তুলনামূলকভাবে ছোট একটি চরিত্র দিয়ে ‘ওয়ে লাকি! ওয়ে লাকি!’। শুরুটা ছিল নীরব, আলোচনার বাইরে। তবে এই নীরবতাই ছিল তার শক্তি। একের পর এক পার্শ্ব চরিত্রে অভিনয় করে তিনি বুঝিয়ে দেন, চরিত্র ছোট হলে অভিনয়ের গভীরতা ছোট হয় না।
-
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত গ্যাংস অব ওয়াসেপুর রিচা চাড্ডার ক্যারিয়ারে এক মোড় ঘুরিয়ে দেয়। মারমুখো, স্পষ্টভাষী এক গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচক দু’পক্ষকেই চমকে দেয়। সেই চরিত্রে তিনি ছিলেন রুক্ষ, বাস্তব আর ভয়ংকরভাবে জীবন্ত। এই অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পাওয়াটা ছিল তার প্রতিভার স্বীকৃতি।
-
এরপর গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা ছবিতে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সঙ্গে কাজ করলেও, রিচা নিজেকে ভিড়ে হারাতে দেননি। পার্শ্ব চরিত্র হয়েও তাঁর উপস্থিতি ছিল দৃঢ়। তিনি বারবার প্রমাণ করেছেন নায়িকা হওয়ার সংজ্ঞা শুধুই কেন্দ্রীয় চরিত্র নয়, বরং চরিত্রটিকে কতটা বিশ্বাসযোগ্য করে তোলা যায় সেটাই আসল।
-
রিচা চাড্ডা শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ নন। সমাজ, রাজনীতি ও নারীর অধিকার নিয়ে তিনি বরাবরই সোচ্চার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য অনেক সময় বিতর্ক তৈরি করলেও, তাতে তিনি পিছপা হননি। বরং এই স্পষ্টবাদিতাই তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করেছে।
-
বলিউডের মূলধারার বাইরে গিয়ে কনটেন্টনির্ভর ও স্বাধীন চলচ্চিত্রে কাজ করার আগ্রহ রিচার ক্যারিয়ারকে দিয়েছে ভিন্ন মাত্রা। তিনি বিশ্বাস করেন অভিনয় মানে শুধু বিনোদন নয়, বরং গল্প বলার দায়িত্বও।
-
রিচা চাড্ডা সেই অভিনেত্রী, যিনি গ্ল্যামারের চেয়ে চরিত্রকে গুরুত্ব দেন, জনপ্রিয়তার চেয়ে সত্যকে প্রাধান্য দেন। তার অভিনয়ে নেই অতিরঞ্জন, আছে বাস্তবের রুক্ষতা ও মানুষের ভেতরের দ্বন্দ্ব। বলিউডে যেখানে অনেকেই নিরাপদ পথ বেছে নেন, সেখানে রিচা হাঁটেন ঝুঁকিপূর্ণ কিন্তু অর্থবহ পথে।
-
রিচা চড্ডা কেবল একজন অভিনেত্রী নন; তিনি সমসাময়িক ভারতীয় সিনেমার এক প্রতিবাদী, চিন্তাশীল ও সাহসী মুখ।