ব্লাউজহীন বেনারসীর সাবেকি সাজে আবেদনময়ী স্বস্তিকা
শাড়ি যেন স্বস্তিকা মুখার্জীর ব্যক্তিত্বের সঙ্গে একেবারেই মিশে আছে। সম্প্রতি তিনি শেয়ার করেছেন কয়েকটি ছবি, যেখানে বাবার দেওয়া প্রথম বেনারসী শাড়ির স্মৃতিচারণায় ভেসে উঠেছেন অভিনেত্রী। তবে এবার তার সাজে ছিল ভিন্ন এক আভা-ব্লাউজহীন ঐতিহ্যবাহী ঢঙে বেনারসীর শোভা যেন আরও তীব্র হয়ে ধরা দিয়েছে। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
শেয়ার করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, বেনারস বলতে যা মনে পড়ে মহাদেব, হারিয়ে যাওয়া ওলি গলি, মা গঙ্গা, লাল সিঁড়ির ঘাট, বেনারসি শাড়ি, আতর আর ঠুমরি।
-
তিনি আরও লিখেছেন, আমার প্রথম শাড়ি বাবা কিনে দিয়েছিলো, বারাণসী থেকে। আমারটা লাল, বোনের টা মেরুন, তাতে চিকন রেশমি সুতো দিয়ে কাজ করা, সেইসব এখন ভিনটেজ, আর কোথাও পাওয়া যায়না। আপনাদের দেখাবো একদিন।
-
টিল সবুজের ওপর সোনালি ও কমলা রঙের বুটি, আর চওড়া মিনাকারী করা জরী-এই বেনারসীতে স্বস্তিকার লুক যেন প্রাণবন্ত হয়ে উঠেছে আলো-আঁধারির খেলায়।
-
সাবেকি সাজের পরিপূর্ণতায় তিনি বেছে নিয়েছেন মুক্তার লহরের সীতাহার, নেকপিস, চোকার, টানা নথ, আর্মলেট, আংটি, বালা আর চুড়ি।
-
চুলের টানা খোঁপায় গুঁজে নিয়েছেন সাদা ফুলের গাজরা, কপালে চন্দনের নকশা।
-
চোখে মোটা করে দেওয়া কাজল, কপালে লাল টিপ, সিঁদুরের রেখা আর ঠোঁটে হালকা লালের ছোঁয়া-সব মিলিয়ে অনন্য মোহনীয়তায় ভেসে উঠেছে তার রূপ।