বড়দিনে যেমন ছিল দেশি তারকাদের লুক
বড়দিন মানেই আলোর ঝলক, উৎসবের উষ্ণতা আর নিজেকে নতুনভাবে তুলে ধরার আনন্দ। বছরের এই বিশেষ দিনে দেশি তারকারাও ছিলেন উৎসবের রঙে রাঙানো। কেউ বেছে নিয়েছেন নরম রঙের শীতল পোশাক, কেউ ঝলমলে সাজে ফুটিয়ে তুলেছেন ক্রিসমাসের গ্ল্যামার আবার কেউ একেবারেই মিনিমাল লুকে ধরা দিয়েছেন স্বাভাবিক সৌন্দর্যের ছাপ নিয়ে। পোশাক, মেকআপ আর স্টাইলিং সব মিলিয়ে বড়দিনে দেশি তারকাদের লুক ছিল চোখে পড়ার মতোই আলাদা। এই উৎসবের দিনে কে কী পরলেন, কার সাজে ছিল এলিগ্যান্স আর কার লুকে ধরা পড়েছে ট্রেন্ডের ছোঁয়া সব মিলিয়ে বড়দিনে দেশি তারকাদের স্টাইল ছিল অনুপ্রেরণার এক অনন্য ঝলক। ছবি: তারকাদের ইনস্টাগ্রাম থেকে
-
মেরুন টারটলনেক, মেরুন লিপসে অপরূপ নুসরাত ইমরোজ তিশা। নজর কাড়ছে তার হাতের ঝিকিমিকি লাল তারা।
-
লাল-সবুজ চেকার্ড প্লিটেড ঘেরের মিনিড্রেস আর লাল হিলসে নজর কাড়া জান্নাতুল ঐশী।
-
মেরুন পুলওভারের সঙ্গে ক্রিসমাস থিমের হ্যাটে হাস্যোজ্জ্বল অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
-
লাল ট্যাংক টপে, খোলা চুল আর লাল ঠোঁটে আবেদনময়ী অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।
-
ক্রিসমাসের পুরো উৎসবমুখর আমেজে উজ্জ্বল লাল ক্রপ-টপ সোয়েটার এবং সান্টা টুপি পরে ফ্রেমবন্দি হয়েছেন সাদিয়া আয়মান।
-
সান্টার টুপি আর লাল-সাদা স্ট্রাইপড সোয়েটার পরেই সুনেরাহ বিনতে কামাল দেখালেন সম্পূর্ণ উৎসবমুখর স্টাইল।