বাতাসের ছন্দে দুলছে কৃষকের স্বপ্ন

প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ আপডেট: ১২:০৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫

সকালের নরম রোদ আর হালকা বাতাসে যখন মাঠজুড়ে ঢেউ তোলে পাকা ধান, তখন সেই দোলায় মিশে থাকে একজন কৃষকের দীর্ঘ অপেক্ষা, নিরব সাধনা আর আগামী দিনের স্বপ্ন। কাদা-পানিতে ভেজা পা, রোদ-বৃষ্টির সঙ্গে প্রতিদিনের লড়াই সবকিছুর শেষে এই সোনালি মুহূর্তই তার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রতিটি শীষে যেন লেখা থাকে পরিশ্রমের গল্প, আর প্রতিটি দোলায় দুলে ওঠে স্বচ্ছল জীবনের আশা। গ্রামবাংলার প্রান্তরে তাই শুধু ধান নয়, বাতাসের ছন্দে দুলছে কৃষকের বেঁচে থাকার স্বপ্ন। ছবি: আবদুল্লাহ আল-মামুন