রমনা পার্কে রঙিন ফুল উৎসবের উচ্ছ্বাস
শীতের মৃদু রোদ, হালকা বাতাস আর চারপাশে রঙিন ফুলের সমারোহ, রমনা পার্ক যেন পরিণত হয়েছে এক টুকরো জীবন্ত ক্যানভাসে। পিডাব্লিউডি আয়োজিত ফুল উৎসব ২০২৬ ঘিরে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় বাড়ছে। শীতের সব রঙিন ফুলের ঝলকানিতে পার্কে পা রাখলেই চোখ জুড়িয়ে যায়, মনও ভরে ওঠে আনন্দে। ছবি: মাহবুব আলম
-
পার্কের প্রবেশমুখ থেকেই সাজানো হয়েছে নানা জাতের ফুল দিয়ে। গাঁদা, ডালিয়া, পেটুনিয়া, কসমস, জিনিয়া, স্যালভিয়া একেকটি ফুল যেন একেকটি রঙের গল্প শোনাচ্ছে।
-
ফুলের বাগানগুলো এমনভাবে সাজানো হয়েছে, যেন হাঁটতে হাঁটতেই দর্শনার্থীরা রঙের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন।
-
কোথাও হৃদয়ের আকৃতিতে ফুলের নকশা, কোথাও আবার শব্দ করে পানি ঝরার ফোয়ারার চারপাশে ফুলের বৃত্ত সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ।
-
ফুল উৎসবে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যাচ্ছে শিশুদের মধ্যে। রঙিন ফুলের সামনে দাঁড়িয়ে তারা কখনো হাসছে, কখনো দৌড়াচ্ছে, আবার কখনো বাবা-মায়ের হাত ধরে ছবি তুলছে।
-
শিশুদের এই স্বতঃস্ফূর্ত আনন্দ যেন পুরো পার্কজুড়ে ছড়িয়ে পড়েছে। অনেক শিশুকে দেখা যায়, প্রথমবার এত কাছ থেকে এত ধরনের ফুল দেখে বিস্মিত চোখে তাকিয়ে থাকতে।
-
অন্যদিকে বড়দের মধ্যে চলছে ছবি তোলার হিরিক। মোবাইল ফোন কিংবা ক্যামেরা হাতে অনেকেই ব্যস্ত হয়ে পড়ছেন সেরা মুহূর্তটি ধরে রাখতে। কেউ সেলফিতে মগ্ন, কেউ আবার পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে দলবেঁধে ছবি তুলছেন।
-
ফুলের রঙিন পটভূমিতে এসব ছবি যেন হয়ে উঠছে শীতের স্মৃতি ধরে রাখার এক সুন্দর উপায়।
-
শুধু বিনোদন নয়, ফুল উৎসব যেন শহরের ব্যস্ত জীবনে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে।
-
কংক্রিটের শহরে যেখানে সবুজ আর রঙের অভাব অনুভূত হয়, সেখানে এই উৎসব প্রকৃতির সঙ্গে মানুষের নতুন করে সম্পর্ক গড়ে তুলছে।
-
অনেক দর্শনার্থী বলছেন, এমন আয়োজন মানসিক প্রশান্তি দেয়, কাজের চাপ ভুলিয়ে দেয় কিছু সময়ের জন্য।
-
রমনা পার্কের এই ফুল উৎসব শুধু চোখের আনন্দ নয়, বরং এক ধরনের অনুভূতির জায়গা।
-
শীতের দিনে রঙিন ফুলের মাঝে হাঁটতে হাঁটতে মানুষ যেন আবারও প্রকৃতির কাছাকাছি ফিরে যাচ্ছে।