কলম এল যেভাবে, জানুন বিশ্বের দামি কলমের ইতিহাস | ১০ জুন ২০২১
কলমের ইতিহাস অনেক পুরনো। জানলে অবাক হবেন, কলম এখন যতটা সহজলভ্য ও কম দামী; অতীতে কিন্তু কলমের কদর শুধু ধনীরাই করত। বিলাসিতার উপকরণ হিসেবে ব্যবহৃত হত কলম। ইংরেজিতে ‘পেন’ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পেন্না থেকে। যার অর্থ পাখির পালক।
এক সময় লেখার জন্য পালক ব্যবহার করা হত। খাগের কলম, পাখির পালক ইত্যাদি দিয়েই লেখা হতো। মিশরীয়রা সম্ভবত কাঠির ডগায় তামার নিবের মতো কিছু একটা পরিয়ে লেখা আরম্ভ করেছিল। গ্রিস দেশের লেখনী তৈরি হত হাতির দাঁত দিয়ে। এর নাম ছিল ‘স্টাইলাস’। বলপেন আসার আগ পর্যন্ত স্টাইলাসের কদর ছিলো অনেক।
বিস্তারিত - https://www.jagonews24.com/feature/news/674417