‘আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৬ এএম, ২৪ জুলাই ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অসত্য বক্তব্য প্রচারের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, ‘আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আমার নামে আবারও একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হচ্ছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমি কখনো কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি এবং আমার কোনো ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট নেই।’

তিনি বলেন, ‘এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে মতামতের সংগে আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায়-দায়িত্ব আমার নেই। যারা এই ভুয়া অ্যাকাউন্ট খুলে আমার নামে ব্যবহার করছেন তারা অন্যায় ও অনৈতিক কাজ করছেন। আমি আশা করব এই জঘন্য কাজ থেকে তারা বিরত থাকবেন।’

কেএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।