করোনা প্রতিরোধে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান মেননের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৫৬ এএম, ১৫ মার্চ ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে, তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং তা প্রতিরোধের উপায় বের করতে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রীর ঢাকা মহানগর সভাপতি ইয়াতুন নেসা রুমার নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

মেনন বলেন, ছাত্ররা তাদের নিজের পরিবার, নিজের সমাজ, পরিবেশ, অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যেমন সার্বিক সহযোগিতা করতে পারে, তেমনি তারাই পারে সাহস নিয়ে দেশের সব মানুষকে সহায়তা করতে।

তিনি আরও বলেন, এটা দুর্ভাগ্যজনক যে এখনও আমরা গুজবে বিভ্রান্ত হচ্ছি এবং ফেসবুকে নানাবিধ অপপ্রচার করা হচ্ছে। আসলে করোনা এখন বিশ্ব মহামারি। কিন্তু আমরা দেখছি ওয়াজ মাহফিলের নামে কিছু মওলানা-মৌলভী উল্টাপাল্টা কথাবার্তা বলছেন। এগুলো না করে উচিত হবে মানুষকে কীভাবে রক্ষা করা যায় তার জন্য সবাইকে এগিয়ে আসা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী ঢাকা মহানগর সাধারণ সম্পাদক তানভীন আহমেদ, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাগর আহমেদ, রাজনৈতিক-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আয়েশী সিদ্দিকা মালা, দপ্তর সম্পাদক মাঈনুল হাসান, সদস্য তামিম হোসাইন চন্দন প্রমুখ।

এফএইচএস/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।