খালেদা করোনা আক্রান্ত হলে কী হবে, প্রশ্ন গয়েশ্বরের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৫ মার্চ ২০২০

বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

গয়েশ্বর বলেন, করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে দেশবাসী যখন সচেতনতা অবলম্বন করছে তখন বেগম জিয়াকে অযত্নে অবহেলায় রেখে তার স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে সরকার।

তিনি বলেন, আমাদের নেত্রী অসুস্থ। তিনি যদি এ জাতীয় রোগে আক্রান্ত হয় পড়েন, তখন কী হবে? আশা করব সরকার তার জামিন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করবেন না।

করোনাভাইরাস নিয়ে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সচেতন হওয়া দরকার বলে মন্তব্য করে গয়েশ্বর বলেন, এই ভাইরাস ছোট-বড় কিংবা কোনো দল চেনে না। কখন কাকে আক্রমণ করবে কেউ বলতে পারে না। তাই সবাইকে সচেতন হতে হবে।

বিএনপির এই নেতা বলেন, সরকার বিশেষ একটা দিবস নিয়ে ব্যস্ত ছিল। বিশেষ দিবস নিয়ে ব্যস্ত থাকার কারণে এটাকে (করোনাভাইরাস) গোপন করতে চেয়েছিল। তারপরও ধন্যবাদ, বিলম্বে হলেও তারা উপলব্ধি করতে পেরেছে যে দেশে ভাইরাস আছে। এখন দেখার বিষয় সরকার জনগণকে সম্পৃক্ত করে কীভাবে সচেতনতা তৈরি করতে পারে। বিষয়টি দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে সবার সহযোগিতা করা প্রয়োজন বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঢাকা বারের নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক হোসেন আলী খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী প্রমুখ।

কেএইচ/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।