করোনার প্রাদুর্ভাবে খোন্দকার দেলোয়ারের স্মরণ সভা স্থগিত
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভা স্থগিত করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে এ স্মরণ সভা হওয়ার কথা ছিল। খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন এ স্মরণ সভার আয়োজন করে।
বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জাগো নিউজকে জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পূর্ব নির্ধারিত এ স্মরণ সভা স্থগিত করা হয়েছে।
কেএইচ/এএইচ/এমএস