মতপার্থক্য ভুলে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান স্বাচিপের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৯ মার্চ ২০২০

নিজেদের মতপার্থক্য ভুলে সংগঠন ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে জনগণের পাশে দাঁড়ানোর জন্য চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) তারা এক যুক্ত বিবৃতিতে বলেন যে, বর্তমানে সারাবিশ্বে কোভিড-১৯ মহামারী আকার ধারণ করেছে। আমরা বাংলাদেশের জনগণ এই হুমকির বাইরে নই। এদেশে চিকিৎসক সমাজ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের চেতনায় অতীতের ন্যায় ঐক্যবদ্ধভাবে এই প্রাদুর্ভাব মোকাবেলায় সদা প্রস্তুত।

কোভিড-১৯ থেকে ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি কাজে সাহায্য সহযোগিতা এবং উৎসাহ প্রদানে দেশের সরকার, রাজনৈতিক দল, প্রশাসন ও জনগণের প্রতি তারা উদাত্ত আহ্বান জানান।

এমইউ/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।