জনগণকে ঘরে থাকতে বলে নির্বাচন করা দ্বি-চারিতার শামিল
সকল নির্বাচন স্থগিত করার আহ্বান জানিয়ে গণতান্ত্রিক বাম জোট বলেছে, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে ঘরে থাকতে বলে তিনটি সংসদীয় আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি নির্বাচন অব্যাহত রাখা দ্বি-চারিতার শামিল যা জনগণের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেবে।’
শুক্রবার (২০ মার্চ) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জোটের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভায় এ সব কথা বলা হয়।
সভার প্রস্তাবে বলা হয়, ‘যেখানে সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে বড় ধরনের লোক সমাগম এড়িয়ে চলা, সভা-সমাবেশ বন্ধের নির্দেশ দিয়ে জনগণকে ঘরে থাকতে বলেছে সেখানে তিনটি সংসদীয় আসনে উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠান অব্যাহত রাখা দ্বি-চারিতার শামিল।’
ফলে করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে নির্বাচনের মতো জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ড পরিহার করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অবিলম্বে সকল নির্বাচন এই মুহূর্তেই বন্ধ করার দাবি জানানো হয়।
সভার অপর প্রস্তাবে বিশ্বব্যাপী এবং বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় বাগাড়ম্বর পরিহার করে জাতীয় দুর্যোগ ঘোষণা করে বাজেট বরাদ্দসহ রোগ শনাক্তকরণ পরীক্ষা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় পরিচালনা পরিষদের শীর্ষ নেতা বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফি রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আকবর খান, বাসদ (মার্কসবাদীর) নেতা মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ।
এইউএ/এফআর/পিআর