সংবাদ সম্মেলন নয়, অনলাইনে বক্তব্য দেবে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৪ মার্চ ২০২০

করোনাভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কোনো সংবাদ সম্মেলন করবে না বিএনপি। দলের পক্ষ থেকে দেয়া বক্তব্য অনলাইনে প্রচার করা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এর সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে বিএনপি ইতিমধ্যেই সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ বক্তব্য এখন থেকে আর জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে প্রচার করা হবে না।’

তিনি বলেন, ‘এখন থেকে দলের জরুরি কোনো বার্তা থাকলে তা বিএনপির ওয়েবসাইট bnpbd.org, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রচার হবে।’

উল্লেখ্য, দেশে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন ৩৯ জন আক্রান্ত হয়েছেন আর পাণ গেছে ৪ জনের।

কেএইচ/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।