করোনা সেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের হটলাইন চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৭ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের বিষয়ে পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদানে হটলাইন চালু করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। জেডআরফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার শুক্রবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে সারা পৃথিবী যখন এক ভয়াল ভাইরাসে আক্রান্ত, মানুষ যখন ভীতসন্ত্রস্ত, অসহায়, সাহায্যের জন্য মুখাপেক্ষী ঠিক তখনই জিয়াউর রহমান ফাউন্ডেশনের একদল অকুতোভয় চিকিৎসক জরুরি স্বাস্থ্যসেবার উপদেশ দিতে মানুষের পাশে থাকবে।’

ডোনার বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশনায় আপনাদের পাশে আমাদের স্বাস্থ্যসেবা টিম প্রস্তুত রয়েছে। আপনার স্বাস্থ্যসেবা যেকোনো জরুরি প্রয়োজনে নিম্নলিখিত হটলাইন নম্বরে ফোন করুন। বিশেষ কোনো সেবার প্রয়োজন হলে হটলাইনে সেবাদানকারী চিকিৎসক টিমের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেবেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিম গঠন করেছে।’

হটলাইন নম্বরসমূহ- ০১৮৯০৩০৯৮৯৩, ০১৭৯৯৪১৬৯৫৯, ০১৮৭৭৭০০০২০, ০১৭৫৮০৮৭৩০০, ০১৭৯০৭৪৯২৭৭, ০১৬২৪০১২২৩০, ০১৫৩১৭৪৫৯৩৪, ০১৭০৬২৪৩৪৮০, ০১৭৫১১৫৪২৫৩, ০১৩১৫৮৭৪১৬১, ০১৭১৫০৬৪৫৭২, ০১৭০১৩৩৮৮৩৩, ০১৭৩৬৫৮১৩৪০, ০১৬৮১২০৭৮৮৭, ০১৭০৬৮৯৪১৬৮, ০১৯৬০৮০৪০৪৩, ০১৯২৩৪২৪৪৪৪, ০১৩১২২৭৮৬০৭, ০১৭৪২১২১০১১, ০১৭৫৩১০৪৪২৪, ০১৮১৮৯৯১৬৬৬, ০১৭০৩২৩০১৬৬, ০১৩০৩০৭৯৩৯৪, ০১৭৫২৬৯৮২৮৫, ০১৫২১১০৪৭৮১।

কেএইচ/এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।