রাজধানীতে দুস্থদের মাঝে ছাত্রদলের খাদ্য বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ৩০ মার্চ ২০২০

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এবং হাতিরপুল এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (৩০ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সহ সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন, মারুফ এলাহী রনি, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মৃধা জুলহাস।

dal

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নির্দেশনার অংশ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করে ছাত্রদল।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, 'সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে করোনা ভাইরাসের কারণে যারা মানবেতর দিন কাটাচ্ছে তাদের কথা চিন্তা করে রাজধানীর অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি।এ ধারা অব্যাহত থাকবে।’

কেএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।