‘দরিদ্রদের সহায়তায় সরকারের কর্মসূচি পর্যাপ্ত নয়’
করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সরকার হতদরিদ্রদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি নিলেও তা অনেকক্ষেত্রেই পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সেজন্য এমন পরিস্থিতিতে বিত্তবানদের সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় পার্টির চেয়ারম্যান তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান।
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক বিচ্ছিন্নতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের খেটে খাওয়া মানুষ। হতদরিদ্রদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই তা পর্যাপ্ত নয়। আবার অনেক শ্রেণীর মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই করোনামুক্ত বাংলাদেশ গড়তে বিপাকে পড়া হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো জরুরি হয়ে পড়েছে। দেশের এমন পরিস্থিতিতে বিত্তবানদের সহায়তার হাত বাড়াতে হবে দিন এনে দিন খায় মানুষদের প্রতি।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, বৈশ্বিক এমন বিপর্যয়ে দেশের প্রতিটি মানুষের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। মানুষের সংহতি, ভ্রাতৃত্ব ও মমত্ববোধ অর্থনৈতিক দূরবস্থা থেকে মুক্তি দিতে পারে দারিদ্র্যপীড়িতদের।
স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অস্বচ্ছল মানুষদের খাদ্যদ্রব্য বিতরণে সামর্থবানদের প্রতি আহ্বান জানান জিএম কাদের। পাশাপাশি হতদরিদ্রদের সাধ্যমত সহায়তা করতে দলীয় নেতা-কর্মীদের প্রতিও আহ্বান জানান তিনি।
এইউএ/এইচএ/জেআইএম